শিশুকালে মানুষ-পশু সকলেই মা মা করে,
বয়স হলে পশুরা সব মা'কে ভুলে যাবে।
বয়সকালে স্বাবলম্বী হয়েও মা মা করে
তারাইতো যথাযথ, 'মানুষ' নাম ধরে।
মানুষেরাই সুযোগ পেলে দেবতা হয়ে যায়
সকলকে সেবা দিয়ে অন্তরে স্থান পায়।
ব্যক্তিত্বের বিশালতা এইতো জীবনের কাম্য
মাতৃ-প্রেম বিনা তবে কেমনে তা' লভ্য?