সমৃদ্ধির তরে অতি প্রয়োজন- মানব মূল্যায়ন
উৎকর্ষ বিধানই আনে- দেশের উন্নয়ন।
প্রতি মানুষের সম্ভাবনা, থাকে অন্তরে লুকিয়ে
ঝোঁক হয়ে বেড়িয়ে আসে, উপযুক্ত পরিবেশে।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যত রয় বহুমুখী ভাব
কৃষি, শিল্প, সঙ্গীত, খেলার তত হয় বিকাশ।
সাধারণ শিক্ষার সাথে, জাগুক সুপ্ত সম্ভাবনা
সেই সম্ভাবনার বিকাশ ঘটায়ে বাড়ুক যোগ্যতা।
আমরা দেশের মানুষ সকলেই সমান
গণতন্ত্রে একটি ভোট ধরে সম-মান।
যে যেমনই আয় করুক, থাকুক প্যান পরিচয়
তার ভিত্তিতেই ঋণ,সাহায্য, বাড়াতে তার আয়।
অর্থে যারা পিছিয়ে আছে, তাদের অর্থ সাহায্য করা
অর্থ লাগি ভোগে না যেন গুণের বিকাশ পাওয়া।
গুণ বিচারের ফিলটার-বেড, হোক সবার তরে সমান
ফিল্টার-বেডের তারতম্যে হয়, গুণীর প্রতি অবিচার।
গুণী অবহেলিত হোলে,  গুণ প্রকাশের হয় বাধা
দেশ-মাতৃকা ফুঁপিয়ে কাঁদে, কান পাতলেই যায় বোঝা।
বিত্তের বিচারে যারা বিত্তবান, তারা গুণ বাড়াক বিত্ত দিয়ে
আয়ের বিচারে পিছিয়ে যারা, তারা সমৃদ্ধ হোক বৃত্তি নিয়ে।
গুণ বাড়ুক, গুণী বাড়ুক, সমৃদ্ধ হোক সকল সন্তান
সকলে মিলে রক্ষা করুক দেশের দশের সকল মান।