না না কেউ থেকো না দূরে
অমন করে পিছন ফিরে (না গো না)
আজ কেউ থেকো না সরে।


যে এসেছে সেই বুঝেছে
পেয়েছে তাঁরে- প্রাণ-প্রিয় রূপে।


তাঁর কাছে যে সবাই আপন
চলন, বলন- পিতার মতন
এমন সহজ মানুষ, (তোমরা)
কেউ দেখনি ভবে।