অমর তুমি


হে দয়াল তুমি আসো বারে বারে
প্রেম বিলাও সৃষ্টি মাঝারে
তোমার আদর্শের বীজ বুনো অন্তরে অন্তরে
যা’ সময়ের প্রভাবে নষ্ট হয় না একেবারে
অনুকূল বাতাস পেলে জেগে উঠে বারে বারে
তাই আজও ধ্বনিত হয় রাম-নাম দিকে দিকে-
অন্তর উচ্ছ্বাসে, অনন্ত আবেগে;


রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, রসুল আদি যত অবতার
তারা সকলেই চিরকাল রবে অন্তরে অন্তরে,
অনুকূল বাতাস পেয়ে জেগে উঠবে বারে বারে
ভক্তি প্রেমের হবে যে প্রকাশ
সম্প্রীতির হবে জাগরণ, এইতো ধর্মের প্রভাব;


যেথায় নেই তার জাগরণ,
সেথায় কেবল নামাবলী গায়ে স্বেচ্ছা-আচরণ,
শ্রদ্ধা-ভক্তি-প্রেমহীন-
কঙ্কাল-সার সম্প্রদায় কেবল-
ধর্মের নামে
সম্প্রদায়-সম্প্রদায় বিরোধ প্রবল-
অধর্মের চরম প্রকাশ;


সৃষ্টিকে করতে রক্ষা, প্রেমের ডালি নিয়ে
হয় তাঁর পুনর আগমন,
আলিঙ্গন আর গ্রহণে হয় নব জাগরণ
জ্ঞান-ভক্তি-শ্রদ্ধা-র চাষে হয় পুনর্গঠন
কারো ধ্বংস নয়, হয় পরিপূরণ
কোন বিরোধ নয়, হয় পুনর্মিলন
শুরু হয় ‘বাঁচা-বাড়ার’ নব-আন্দোলন।