স্রষ্টা! কি আশ্চর্য তোমার খেলা
একই নিয়ম গড়েছ
বস্তু ও জীব
ক্ষুদ্র- বৃহৎ সকলের বেলা,
তোমার শাসনে দ্বৈত কিংবা
পক্ষপাতিত্ব মেলে না
তুমি তাই এক ও অদ্বিতীয়
তোমার তুলনা যে হয় না।


আছে যেথায় একতানতা-
সহানুভুতি, ভালবাসা-
সেথায় যে তুমি নিত্য বিরাজ;
অস্তিত্ব সেথা হয় চিরস্থির
উন্নতি সেথায় ক্রম-বর্দ্ধমান
সুখ, শান্তি, আনন্দ
সেথায় যে থাকে মেলা।


ধ্বংসকারী শয়তান অতি ধুরন্ধর
ধীরে ধীরে ক্ষয় আনে দেখায়ে প্রলোভন;
তাইতো পরম শত্রু সে হয় তোমার
তার ধ্বংস, বিপর্যয়, চির-মৃত্যুতেই
হয় তোমার বিজয় উল্লাস;
তুমি তাই পালন কর্তা-
সকলের পিতা - পরমপিতা
তোমায় ছাড়া বাঁচে বাড়ে কেবা!