সৃষ্টিতে থাকে ছন্দ যখন
আনন্দেতে নেচে ওঠে মন
ছন্দের অভাবে ভাব ভাসা ভাসা
এক সূত্রে যেন হয়নি গাঁথা মালা
ছন্দের মাঝে দেখি অঙ্কের খেলা
পরতে পরতে ফোটে সাম্যের ধারা।
হাত, পা, নাক, চোখের সাম্য রচনা
মনুষ্য দেহ যেন ছন্দের উপমা।