'হাঁ' এর সাথে লুকিয়ে থাকে- ছোট্ট করে 'না'
'না' এর সাথে লুকিয়ে থাকে- ছোট্ট করে 'হাঁ' ।
'হাঁ' যখন প্রভাবশালী, 'না' হয় ঝাপসা
'না' যখন তাণ্ডব চালায়, 'হাঁ' বাড়ায় ঘোমটা।
'হাঁ' তে সবাই উদ্বুদ্ধ হয়, 'না' তে মুহ্যমান
'না' কে 'হাঁ' করাতে চাই সাধন ভজন।
'হাঁ' যদি ঈশ্বর হন- উন্নতির আধার,
'না' তবে শয়তান- অধোগতির যান।
'হাঁ' ভাবীর সাথে ভাব হলে, 'হাঁ' যায় বেড়ে
ভাব যত শিথিল হবে, 'না' যাবে বেড়ে।
'হাঁ' বনাম 'না' এর যুদ্ধ চলছে অবিরত
বিবর্তনে এগিয়ে যেতে, 'হাঁ' এর হাত ধর।
বিবর্তনই আদিম চাওয়া, তাই 'হাঁ' তে থাক স্থির
'না' এর শক্তি যতই থাকুক 'হাঁ' এর কাছে ক্ষীণ।
ক্রিয়াশীল এই 'হাঁ' আর 'না' যত্র তত্র সর্বত্র
'হাঁ' কে আঁকরে ধরে রেখে, 'না' কে বিদায় কর।