শরীরেতে মন থাকে যেন দিব্যরথ
ছয়টি ঘোড়া প্রয়োজন, করতে নড় চর।
ছয়টি ঘোড়াই বেগবান, পরস্পরে নাই সঙ্গতি
চালক ছাড়া চলে যদি, কি হবে তার পরিণতি?
চালকই জানে ঘোড়ার শক্তি, করতে পারে নিয়ন্ত্রণ
সুকৌশলে নিতে পারে, রথকে তার গন্তব্য স্থল।
ষড়রিপুই ছয়টি ঘোড়া, বিবেক জীবের চালক
মন বিবেকের অনুগত হলে, সার্থক হয় জীবন ।
সদগুরুই বিবেক-পতি, ঈশ্বরের সাকার রূপ
শ্রী অর্জুনের যুদ্ধরথে শ্রীকৃষ্ণ স্বরূপ ।
এসো সদগুরুকে বসাই মোরা বিবেক সিংহাসনে
জীবন-রথকে চালাই মোরা তাঁরই নির্দেশ মেনে।