সৃষ্ট ধ্বনি শূন্যে হারিয়ে না গিয়ে
যদি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে,
আর সে ধ্বনি যদি বার বার ফিরে আসে,
তখন কিশোর-কিশোরীর মত
স্বতঃই পুনরায় বারবার রকমারি ধ্বনি সৃষ্টির ইচ্ছা হয়;
আর যে ধ্বনি মনোবীনায় সুখকর অনুরণন সৃষ্টি করে
ধ্বনি-সৃষ্টিকারী মন সেই দিকেই মনোনিবেশ ক'রে
নতুন নতুন ধ্বনি সৃষ্টিতে প্রয়াস পায়-
প্রতিধ্বনিতে আহ্লাদিত হতে।