একা একা যায় না খেলা, চাই বিরোধী পক্ষ
অপর পক্ষ বিরোধী হলেও, শত্রু কিন্তু নয়কো।
সব খেলারই উদ্দেশ্য এক , নিজেকে যাচাই করা
ক্ষমতা, নিপুণতা, শালীনতা - সব মেলে ধরা।
খেলার মাঝে হার আর জিত, দুঃখ-বড়াই নয়
ক্রমাগত এগিয়ে যাবার প্রেরণা নিশ্চয়।
জীবনের উদ্দেশ্যই- নিজেকে বিকশিত করা
পড়াশুনা, সংগীত, খেলা- তারই যেন ডানা।
খেলা অতি পবিত্র ভূমি, সকলেই ভালবাসে
অহঙ-মত্ত হয়ে যেন, কেউ না নষ্ট করে।
পৃথিবীর সকল মানুষ, খেলা অন্ত প্রাণ, (এসো)
সকলে মিলে রক্ষা করি, তার সকল সম্মান।