উদ্ভিদ মানবে কহে, তোমরা কেমন যেন ভাই
এত উপকারে আসি, তথাপি সহানুভূতি নাই।
তোমাদের প্রাণবায়ু সে তো আমরাই দিই
খাদ্য, ঔষধ, পথ্য - তা ও আমরাই দিই।
বায়ু বল, মাটি বল, তাদের অসহ্য উত্তাপ
সে ও শীতল রাখি দিয়ে মন-প্রাণ।
মোরা অচর, মোরা নির্বাক, তবু করি ভাবনা
তোমরা সুখে থাক, ভাল থাক- এই আরাধনা।


মানব কহে উদ্ভিদ ভাই, তোমার কাজের তুলনা নাই
তোমাদের তরে শুধু মানুষ নয়, জীবজগৎ রক্ষা পায়।
যারা মানব তারা মানে- সকল সৃষ্টির উৎস প্রভু প্রেমময়
'সকলের তরে সকলে আমরা' এই তাঁর অভিলাষ।
যে মানব তার করে উল্লঙ্ঘন, সে যে দানব
অজ্ঞতা, স্বার্থান্ধতা, স্বেচ্ছাচারিতা তার সহচর।
এ কথা ঠিক, কর্তন-ছেদনের আছে প্রয়োজন
ভারসাম্য রেখে ঠিক, ক'রে রোপণ-সংরক্ষণ।
প্রকৃতির যত জীব, পরস্পর নির্ভরশীল
তারি লাগি মানব কুল নিত্য করে যজন-যাজন।