প্রকৃতির মাঝে আছে জীব আর জড়,
জড় থাকে স্থির হয়ে- জীব নড়-চড়।
জড় জগৎ নির্বিকার - প্রাণহীন হয়,
জীবকুল সচেতন- শ্বাস-প্রশ্বাস লয়।
জল, বায়ু, মাটি আদি জড় নাম লয়,
পশু, পাখি, গাছ, কীট জীবের পরিচয়।
জড় দিয়েই জীব হয়, জড় নিয়েই বাড়ে,
পরিণামে রূপ নেয়, আবার সেই জড়ে।
জড়-জীবের এই খেলা যে বুঝিতে পারে
ধন্য ধন্য বলে তারা- এই প্রকৃতিরে।।