আকাশ জোড়া কাল মেঘ, ক্রমে ঘনিয়ে এলো
তেমন কোনো বাতাস নেই
মেঘে মৃদু মৃদু গর্জন
বৃষ্টি শুরু হল, মনে হয় চলবে বহুক্ষণ-
এ যে বর্ষার বরষা।


গাছগুলি বাধ্য ছেলের মত শান্ত হয়ে জলে ভেজে
বৃষ্টি ভিজেও গরু ঘাস খায়
ছাতা মাথায় লোকে কাজ করে
নাই কোনো তারাহুরা
এ যে বর্ষার বরষা।


শুধু অপেক্ষায় থাকে গৃহবধুরা,
আকাশের দিকে চেয়ে
কখন সূর্য্য ওঠে
ভেজা কাপড়ে গন্ধ আসে, ঘর স্যাঁত-স্যাঁতে
এ যে বর্ষার বরষা।।