কৃষ্ণ পূর্ণ, রাধা পূর্ণ, সম্পূর্ণ কি জীবন?
‘ওঁ’ এর মাঝে লীলায়িত রাধাকৃষ্ণ যুগল
যেন সম্পূর্ণ জীবন।


শিব পূর্ণ, গৌরী পূর্ণ, সম্পূর্ণ কি জীবন?
চাঁদের কোলে রমণ রত শিব-গৌরী যুগল
যেন সম্পূর্ণ জীবন।


স্বামী-স্ত্রীর সহাবস্থান প্রেমের অটুট বন্ধনে
একে অন্যের পরিপূরণী হলে
স্বর্গ ফোটে সেইখানে।


মৌচাকে যেমন মধু থাকে, প্রেমময়ে প্রেম
হৃদয়ে প্রেম পাওয়া যাবে
তাঁর সেবার বিনিময়ে।


প্রেম এক দুর্লভ সম্পদ, অনুস্যুত অন্তরে
যা’ দিয়ে লাভ করা যায়
জগতের সকল সম্ভারে।


কামনাতো কাম্য নয়, কাম্য কেবল প্রেম
প্রেমময়ে ভালবাসা
জাগাবে অনন্ত প্রেম।


স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলের চাই প্রেম
প্রেমের আবেষ্টনীতে র’লে
মর্তে স্বর্গ-প্রেম।।