বর্ষাকালে ছুটির দিনে বৃষ্টি সকাল থেকে
এই সুযোগে যাই চল যাই ছাদের উপরে।
গাছেরা সব চুপচাপ, নাই যে হাওয়া-বাতাস
আকাশ জোড়া কাল মেঘ, নাইকো বজ্র নিনাদ।
ছাদের উপর করবো কাজ, বলবো কথা, করব গান
তারি মাঝে ভিজবো মোরা বৃষ্টির জলে অবিরাম।
একটি সময় বসন ভেদী উঠবে ফুটে অঙ্গ জ্যোতি
অন্তরেতে অনর্গল ঝরবে প্রেম-বারি।
প্রেম অতীব দুর্লভ বস্তু, স্বর্গের পারিজাত
কখনও সুযোগ আসে এই মর্ত্য মাঝ।
কোনো অছিলায় নিজেকে ওগো করো না বঞ্চিত
বঞ্চনার স্বীকার হয়ে, র' ব উভয়ে অশান্ত।
স্বর্গ হতে আবার যবে দেখবো প্রেম-দৃশ্য
চঞ্চল হবে মন পুনঃ আসতে এই মর্ত্য।
দাম্পত্য-প্রেম স্বর্গীয় সদা, নাহি তায় কোন পাপ
প্রেম কেবলই প্রেম সঞ্চারে নাশে জ্বালা, তাপ।