বীজ- উপযুক্ত আলো, জল ও বাতাস পেয়ে অঙ্কুরিত হয়,
তারপর, দুই মুখো হয়ে বাড়তে থাকে –
একটি অন্তর্মুখী- মাটির ভিতর মূল হয়ে,
নানা শাখা-প্রশাখা বিস্তার ক'রে
মাটীকে শক্ত করে ধ'রে, অস্তিত্বকে অটল করে রাখে;
আর অন্য মুখটি বাইরের দিকে- নানা ডাল-পালা বিস্তার ক’রে
পাতা, ফুল, ফল- নানা সম্ভারে সাজিয়ে তোলে-
যেখানে এসে কত কীট-পতঙ্গ, পশু-পাখী
মায় মানুষ পর্যন্ত পায় নিশ্চিন্ত আশ্রয়-
পায় পাতার ছায়া, ফুলের সৌরভ, ফলের রসনা-
আরও কত কি, আরও কত কি।
হে সর্বজ্ঞ! ওগো প্রেমময়!
তোমার বিশালত্বের বীজ উপ্ত কর এই মনোভূমিতে,
অঙ্কুরিত ও বিকশিত হোক
তুমি প্রকাশিত হয়ে আমার অন্তরকে পবিত্র করে তোল,
আমার সেবাতে সকলে পরিতৃপ্ত হউক।