ধীরেধীরে কাল হয়ে এলো,
শুরু হল –
আকাশে কালো মেঘের ব্যস্ততা,
বাতাসে ঝরা পাতার বিকৃত নাচন,
মাঠে গরু গুলোর পাগলা দৌড়।
সত্য! দাঁড়াও তবে একটু –
ভয় নেই, ভয়ঙ্কর কুরুক্ষেত্রে
শ্রীকৃষ্ণ হন ভক্ত-বীর অর্জুনের সারথি।
প্রকৃতির বিবর্তনের চাকা ঘুরছেই।
সত্তরই চলা শুরু করবে পুনরায়-
যাকে আহ্বান করবে –
সূর্যের মায়াঝরা স্নিগ্ধ রক্তিম আভা,
লাঙ্গল হাতে মাঠে থাকা সকল কৃষক
আর কচি-ঘাস ভরা মাঠে- গরুর পাল।।