মাতা ঠাক্রেন বছর শেষত যাইবেন বাপের ঘর
পুত্র-কইন্যা সাথত নিয়া আনন্দত সাজি লন।
যাত্রা কালত ছাওয়া-পাওয়া নিয়া, যান কর্তার কাছত
হাত জোড় করি হাঁটু গাড়ি বসি, আইজ্ঞা বিনয়ে চান।
ছাওয়া-পোয়ার মুখত আনন্দ দেখি, বাপে
হাসি হাসি কন – তোমরা মামা বাড়ি যান?
“মামা বাড়ী ভারী মজা কিল-চর নাই!”, কিন্তু বাছা,
মুইতু রইলুং এটি, তোমরা গুলাক নিয়া মাও একা; কাউকাটি
কইরবেন কম, রাখফেন খ্যায়াল মার দিগত তোমরা সকাই।
ফির কন ঘরনীক – তোমরা যাইবেন একা কাচ্চা-বাচ্চা নিয়া
যদিও মোর পূইরণ্য ভরসা, থাকফেন সাবধান হয়া।
তোমাক ছাড়া মুই খুবেই একা, যদিও নন্দী-ভৃঙ্গী আছে সব
তোমার কাম সারি, আইসবেন চলিয়া, শান্ত করব্যেন মোক।
আইজ্ঞা লইয়া, প্রনাম কইরা, চইল্লেন ঘরের কর্ত্রী
যত দূর যায়, চক্কু না সরান, শিব শম্ভু পশুপতি।।