জগত দর্শনে যেমন চোখ প্রয়োজন
আত্ম দর্শনে তেমনি প্রয়োজন দর্পণ।
জ্ঞান-চোখে বোঝা যায়, বস্তুর স্বরূপ
স্বচ্ছ দর্পণ চাই বুঝিতে আপন রূপ।
দর্পণ বিনা সাজ-সজ্জা করি কেমনে
কেমনে প্রকাশি রূপ জগতের মাঝে।
জীবন চলনার দর্শনে চাই জীবন্ত দর্পণ
যাকে দেখে চলায় হয় সার্থক জীবন।