মায়ের পূজোর কাঠামোতে
দেব, দেবী আর অসুর
সমাজ দেহে তেমনি আছে
দানব, দেবতা, মানুষ।
মায়ের সাথে কে কে র’বে
আসো মায়ের পাশে
অসুরের সাথে যে যে র’বে
যাও অসুরের কাছে।
সুর শৃঙ্খলায় যারা রহে
তারা দেবতা নাম ধরে
অসুরেরা বেসুরে চ’লে
জীবন ধ্বংস করে।
মায়ের আশিস পেতে হোলে
মায়ের সুরে চল
আপন মা-ই বাস্তবেতে
জগত মাতা জেনো।
“ত্রিষূ লোকেষু নাস্তি
মাতৃ সমা গুরু”
ঋষিকুলের এই ঋক-মন্ত্র
মাকে খুশি রেখে মেনো।
মাতৃ-কেন্দ্রিক হয়ে এসো
যত অশুভ জয় করি
আনন্দ জোয়ারে ভেসে
বিজয় উৎসব করি।