সন্তান আজি করে তোমার পূজার আয়োজন
কিসে তুষ্ট হবে তুমি নাহি জানে এ অধম।
তুমি কিছুতেই না হও তুষ্ট, কেবল নারায়ণে প্রীতি
নিত্য নারায়ণ সেবী হয়েছ নারায়ণী।
নারায়ণ প্রীতি তরে যত উপচার
সেই সবের আয়োজনে হও আনন্দ অপার।
নরগণের বৃদ্ধির দিশা হন নারায়ণ
তন্তপা হলে হয় অসাধ্য সাধন।
জীবনের উদ্দেশ্যই কিনা সম্বর্ধিত হওয়া
নারায়ণ কেন্দ্রিক চলাতেই বুঝি সার্থক হয় পূজা।