সকল কারণের কারণ সেই পরম-কারণিক
যেন কর্ম হেতু করেন সৃষ্টি ঘটনা প্রবাহ।
কর্মের মানদণ্ড করিতে বিচার
ঘটনায় যুক্ত করেন সময় অনুচর।
সময় অতি বিশ্বস্ত চর, যেন অতন্দ্র প্রহরী
ঘটনা-প্রবাহে যুক্ত থাকে কোন বাধা নাহি মানি।
সংসারের প্রতি কর্মী তাকে করে সমীহ
সময়ের কাজ সময়ে হইলে হয় নিশ্চিন্ত।
সত্যের পূজারী যত- মুনি,যোগী,ঋষি
সময়কে আয়ত্ত করেন- হয়ে সাধনায় বলী।