বিচিত্র লীলা করিয়া খেলা পাইতে পূর্ণত্বের স্বাদ
নারী ও পুরুষ সৃজিলেন বুঝি স্বয়ং ঈশ্বর।
মানব সত্ত্বার দুটি রূপ- নারী ও পুরুষ
একের বিহনে অন্য যেন নিরর্থক।
সুসম নাট বোল্ট যেমন কার্য্যকরী হয়
সুসঙ্গত যুগলও, সুখী দম্পতি হয়।
স্বভাবে নারী যেমন হোম মিনিস্টার
পুরুষ ব্যস্ত- নিয়ে এক্সটারনেল এফায়ার্স।
সমাজ সেবায় যে পুরুষ হয় মহীয়ান
সে পুরুষ লয়ে নারী হয় গরীয়ান।
পুরুষ যখন আদর্শকে মাথায় নিয়ে চলে
নারী তখন ইলেক্ট্রনের মত তার পুরুষ ঘিরে চলে।
সুসঙ্গত দম্পতি নয় শুধু সম্পুর্ন জীবন
সুসন্তান গ'ড়ে করে বংশের গৌরব, উন্নয়ন।
সন্তান- পুত্র কিংবা কন্যা, উভয়েই প্রয়োজন
উভয়ে মিলে করে সকল অভাব পুরণ।
পুত্র কিংবা কন্যা কারও দোষে গুনে নয়
বিস্তর জ্ঞানেই সম্ভব জন্ম নিয়ন্ত্রণ।
নারী- পুরুষের পরস্পর অসম্মান আচরণ
আর কিছু নয় কেবল শুধু বোকামির পরিচয়।
জীবন-বৃদ্ধিকে লক্ষ্য রেখে পরিপূরনী চলন-
সেথায়ইতো নিত্য বহে স্বর্গের প্রস্রবন।