মা-বাবা মোদের বাসেন ভাল তাতে সন্দেহ কি?
তাঁদের সেবা করে করে তবেই বড় বৈকি।
তাঁদের প্রতি সহজ করায় ভালবাসা হয়
সেই ভালবাসাই জাগিয়ে তোলে ভ্রাতৃপ্রেম নিশ্চয়।
সব কিছুরই জনক কিনা স্বয়ং ঈশ্বর হন
তাঁকে তন্ন করে খোঁজেন জ্ঞানী-বিজ্ঞানী জন।
যে প্রেমিক পিতার মতন সকলের তরেই সচেষ্ট হন
মূর্ত ঈশ্বর বিনা আর কিই বা তার পরিচয়।
প্রেমিক যদি সাকার হন, প্রেম অবশ্যই নিরাকার
সাকার বিনা নিরাকারে, খুঁজে পাওয়া কি নয় ভার।
প্রেমিককে গ্রহণ, তাঁর সঙ্গ-সেবা, একান্ত অনুসরণ
এইতো পন্থা জাগাতে প্রাণে প্রেমের শিহরণ।
প্রেম সকলকে আপন করে, কাছে থেকে কাছে আনে
শত্রু ব'লে দূরে ঠ্যালে না,ক্ষমা করে কাছে টানে।
আপন ত্রুটিকে বড় করে দেখা, পরের ত্রুটিকে হাল্কা জ্ঞান
মনুষ্যত্বের এই তো বিকাশ, এই তো প্রেমের পরিচয়।
প্রেম সূত্রেই গ'ড়ে ওঠে মনুষ্য সমাজের মালা
জ্ঞান-বিজ্ঞান আর যত দর্শন- প্রেম বিনা সব ফাঁকা।
প্রেমেই সৃষ্টি, প্রেমেই বিকাশ, প্রেমেই স্থিতির রসনা
পরম-প্রেমীকে আশ্রয় নিলে হয় যে প্রেমের রচনা।