নীতির রাজা রাজনীতি শ্রেষ্ঠ-নীতি মানি
সকলেরই পুষ্টি হয় সেই নীতিই রাজনীতি।
বাঁচা-বাড়া পুষ্ট হয় তেমন চলাই ধর্ম
তেমন চলা-বলা ছাড়া জীবনের কি মর্ম।
বাঁচা-বাড়ার সহজ চলা যার জীবনে মূর্ত
তিনিই পরম ধার্মিক এটা সহজ সত্য।
জাতিবর্ণ নির্বিশেষে তাঁর প্রভাবে প্রভাবিত
তাঁর সঙ্গ-সেবা-অনুচলনে জীবন হয় সুসঙ্গত।
সুসঙ্গত চলন ছাড়া কেমনে ফলিবে রাজনীতি
পরম ধার্মিকের আশ্রয়ে সার্থক হবে রাজনীতি।