খাঁচায় আছি দুই বন্ধু
হাই হেলো করিয়া
রাত কাটে, দিন আসে
সময় যায় বহিয়া।


হাড়ি-ঘরের নাই প্রয়োজন
থাকি ঘরের বাহিরে
ঘরনি ছাড়া তায় কিবা সাধ
দম আসে আটকিয়া।


ঘরনিরে লয়ে কত মান-অভিমান
আদর-সোহাগ রাগ-অনুরাগ
কারণে-অকারণে কত চঞ্চলতা
তাল-মান-লয়ের ছান্দিক জীবন ।


ঘরনি লাগিয়া কত কলহ-বিবাদ
করেছি আমার এই বন্ধুর সাথ-
ঘরনি বিহনে আজি একা একা
বন্ধুর সাথে হইয়া উদাস।


জীবন আজি স্থির অচঞ্চল
আবেগহীন, ছন্দ বিহীন-
বিধাতা! হয় মুক্ত কর বদ্ধতা থেকে
নতুবা, ছন্দে ফিরায়ে দাও।।