পিঁপড়ে তুমি মধু খাবে-
সাবধানেতে খেও,
মধুর হাঁড়ির পারে থেকে
সাবধানেতে খেও।
যত খুশী পেট ভ’রে খাও,
সংগ্রহ করে সাজিয়ে রাখ,
জনে জনে বিলিয়ে সবে
মধুময় করে তোল,
কিন্তু খুব সাবধানেতে ক’রো।


পিছলে যদি মধুতে পর,
কিংবা প্রলোভনে মধুতে নাম-
বেশী খাবার তরে,
হাত-পা তোমার আটকে যাবে
ফিরতে পারবে নাকো পারে-
এক দয়ালু মানুষের পরশ ছাড়া
জীবন সংশয় হবে;
মধু লাভে পিঁপড়ে ভায়া
খুব সাবধানেতে রবে।