ছেলেরা স্বাধীন, মেয়েরা অধীন, ভাবিলে হাসি পায়
সহজ ভাবে ছেলেরা অধীন, এই তো দেখা যায়।
ছেলে বেলায় মায়ের অধীন, জায়ার অধীন বিয়ের পর
বৃদ্ধ-কালে বৌ-মায়ের অধীন, যেন নারী পুরুষের নিয়ন্ত্রক।
এ কথা তো নয় অমূলক, নয়কো অপমান কর
সহজ বাস্তব এটা, যেথায় সংসার সুন্দর।
অধীনতাতেই স্বাধীনতার স্বাদ যখন শ্রেষ্ঠে অধীনতা,
চলমানতায় পায় অবাধ গতি, অন্তরে নির্ভরতা।
স্বাধীন পুরুষে সহজ অধীনতা, থাকে সকল নারীতে
পরস্পর সম্মান, পরস্পর অধীনতা, এই কি বিধাতার ইচ্ছে?