প্রকৃতি কাহার কৃতি তাহা কেবা জানে
প্রকৃতি প্রকৃষ্ট কৃতি তাহা সবাই মানে।
জড়-চেতনের ব্যাপক সমাহার, কত বিচিত্র ধারা,
সকলি বিশেষ এক, তবু সঙ্গতি ভরা।
প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি মানব সম্পদ,
তারই তরে কিনা, সকল আয়োজন।
অনুস্যুত আছে হেথা বাঁচার নিদান,
সকল সমস্যার কিনা আছে সমাধান।
প্রকৃতির খোলা শাস্ত্র, যাঁরা অধিগমন ক'রে,
রহস্য অনাবৃত করে আপনার বোধে
সূত্রাকারে উজাড় করে মানুষের তরে,
সহজ দার্শনিক তারা সকলেই মানে।
দার্শনিকের দর্শন তত্ব অনুধাবন ক'রে,
ভাল-মন্দ বিচার করে ফলিত প্রয়োগে,
স্বভাব বিজ্ঞানী তারা পূজে সকলে।
বিজ্ঞানীর সিদ্ধান্ত সকল জ্ঞানী-বিজ্ঞ জন,
জীবনের তরে করে পঠন-পাঠন,
অভ্যাসে আয়ত্ব ক'রে আপন জীবনে,
সহজ বিধান দেন সকলেরই স্বার্থে।
জ্ঞানী-জনকে ভালবেসে নিত্য অনুশীলনে
প্রকৃতির তত্বজ্ঞান প্রকাশ হয় সাধারণ জ্ঞানে।
সাধারণজ্ঞান যত পুষ্ট প্রকৃতির তত্ব-জ্ঞানে
শান্তি-স্বস্তির সহজ প্রকাশ হয় প্রতিজনে।।