এসো বরণ করি শিব-তনয়া – জ্ঞান বিদ্যাদায়িনী
ক’রে আহরণ হলুদ-নিম, তিল-কুল, পলাশ-হিংস্রানী।
ভাল ক’রে নিম-হলুদে শুদ্ধ স্নান সেরে
ভোগ-রাগ সাজিয়ে তুলি পবিত্র বসন পড়ে।
চন্দন-স্নিগ্ধ পুষ্পাঞ্জলি, পবিত্র-মন্ত্র পাঠে, ক’রে তর্পন
ভক্তি-চিত্তে ধূপ-দীপ জ্বেলে, করি তার আরাধণ।
পূজা শেষে সদক্ষিণায়, পুরোহিতে করি, আভূমি প্রণাম
তাঁর আশীর্বাদ-বেদ-স্তুতিতে, স্নিগ্ধ করি দেহ-মন-প্রাণ।
পৃথিবীতে যত কিছু, শ্রেষ্ঠ মানি- এই অকিঞ্চিৎ জীবন
এসো সমৃদ্ধ করি তারে, সকলের আশিস- ক’রে আহরণ।
( হিংস্রানী= দুর্বা)