দাম্পত্য জীবনে মিল-অমিলের চলে নিত্য খেলা
মিল যেন স্বর্গ সম, অমিল নরক যন্ত্রনা।
যে দম্পতিতে কেবলই, মিলে বসবাস
সেই দুর্লভ দম্পতিকে নিত্য করি প্রণাম।
মিল-অমিলের এই খেলা নানা রকমের হয়
মেঘ-রদ্দুরের খেলা যেমন ছয় ঋতুতে হয়।
মিলের মাঝে খুঁজে পাই ‘তুমি প্রধান ভাব’
অমিলের মাঝে ভেষে ওঠে ‘আমি কর্ত্তা ভাব’।
ছোট-বড় ঝগড়া-ঝাটি মান-অভিমানের লড়াই
আর কিছু নয়, দেখতে পাবো শুধু অহঙেরই বড়াই।
ইষ্টকে গ্রহণ, তাঁর সঙ্গ, তাঁর আজ্ঞাবাহী চলন
শাস্ত্র বলে- শ্রেষ্ঠ উপায়, করতে অহং প্রশমন।
জীবনে তাই ইষ্টীচলন, এতখানি মুখ্য
রপ্ত ক’রে সেই চলনা, করগো জীবন ধন্য।