আয় কে কে যাবি চল, নদীর ওপারে।
ও পারেতে ফলে সোনা, এ পারেতে কেবল নোনা
একই নদীর দু-পারেতে এমন বিভেদ কেমনে?  
যদি ওপারেতে ফলে সোনা
এপারেতেও ফলবে সোনা
কেমনে ফলায় সোনা, চল দেখে আসিগে  
পারা-পারের তরী আছে নদী কিনারে।
আয় কে কে যাবি চল, নদীর ওপারে।