বাজাও তুমি মোহন সুরে ভূবন জুড়েে বাঁশী
আমি চলি তোমার সাথে অভয় হাতটি ধরি।
বেড়াল-ছানা যেমন চলে মায়ের মুখে মুখে
আমায় তুমি নিত্য রেখো তেমনি সাথে সাথে ।
বানর-ছানা যেমন চলে মায়ের কোলটি ধ'রে,
তেমনি আমি রইব কেবল তোমার পানে চেয়ে ।