রি-সাইক্লিং যত বেশী, ওয়াষ্ট তত কম
এটাই তো প্রকৃতির ল’ অফ কঞ্জারভেশন।

রি-সাইক্লিং যত বেশী, পারস্পরিকতাও তত বেশী,
সকলেরই গুরুত্ব বাড়ে, প্রকৃতিতে ফোঁটে হাসি।

নিয়ন্ত্রিত নিকাশী ব্যবস্থা,
রি-সাইক্লিং এর হয় সুবিধা
কর্মসংস্থান হবে প্রসস্ত,
দৃঢ় রবে সামাজিক স্বাস্থ্য।