ঘরে ঘরে আলপনাতে লক্ষ্মী মায়ের যুগল চরণ
লক্ষ্মীমাতা সেথায় থাকেন  নারায়ণ যেথায় রন।

প্রশস্ত পথঘাট -
নারায়ণের যাতায়াত।

রাজ-পথেতে রাজামশায় চলেন ফেরেন যখন তখন
উপ-পথে কখনো আসেন বিশেষ কাজে মর্জি মতন।

প্রশস্ত-মসৃন পথ, পাশে ঢাকা নালা
উজ্জ্বল পথবাতি, সভ্যতার-ই মাপ-কাঠি।

পথবাতি নিভু-নিভু কিংবা উধাও
বুক করে ধুকু-ধুকু কিবা হয় হঠাত।



জনপথ জনগনের প্রগতির প্রতীক।

Road is directly proportional to the progress of the area.



পথ-অবরোধ প্রগতি-প্রতিবন্ধকতার পরম-মিত্র।



পরিকল্পিত পথ-উপপথ, পরিকল্পিত দালান-ঘর
সুন্দর নিকাশী ব্যবস্থা, উন্নত সমাজের নিদর্শন।


১০
সরকার কেমন?
জনপথ যেমন।