তুমি বাজাও সৃজন বাঁশী নিত্য-নুতন রসে
সুর হয়ে আমিও ভাসি নানা ছন্দ-তালে।
তুমি আছ তাই আমি আছি, আছি মহানন্দে
তুমি প্রভু আমি দাস, যেন পতিত না হই ধন্দে।