মধুর সাথে মৌ- এর মিলন মন্দের সাথে নয়
স্বয়ং কৃষ্ণও পারেনি করতে কুরু-পাণ্ডব মিলন।
অহং ঘেরা মত্ত 'আমি', বজ্রবৎ ভয়ংকর
প্রভাবে তার হতে পারে মহা মহা বিপর্যয়।
সময়ই হবেন শ্রেষ্ঠ উপায় ঈশ্বর বিচারক
অহং নাশিয়া করতে মিলন তিনি অসাধারণ।
সুধী-সজ্জন বিরত থাকে প্রত্যক্ষ কলহে
ধৈর্য ধরে অপেক্ষায় থাকে কেবল মিলনে।
উপায় যদি না থাকে আর, অস্তিত্ব বিপন্ন
জীবন-পণ করে ঝাঁপান বাঁচাতে মানব-ধর্ম।
অহঙ-প্রতাপ যতই হোক বিনয়-শক্তি ঢের বেশি
শুভ-অশুভের যুদ্ধে, শুভের জয় চিরদিনই।