আমি পথ, আমি নির্দিষ্ট থাকি না,
আমি হয়ে যাই,
পশু, মানুষ যে পথে আনাগোনা করে,
সেটাই আমি পথ হয়ে দাঁড়াই।
লোকে আমাকে খুব ভালোবাসে।
ওদের ভালোবাসা পেলে আমার খুব ভালোলাগে।
যে পথে যত বেশী মানুষ চলাচল করে,
যত বড় বড় মানুষ চলাচল করে
তত বেশী আমায় সুন্দর করে রাখে।
যে রাজা বা সরকার মানুষ-দরদী
কিংবা প্রজা-বৎসল,
তারা পথ সুন্দর রাখার জন্য খুব যত্নবান।
তারা মনে করেন,
রাস্তা যত সুন্দর ও মসৃণ,
প্রজাদের সুখও তত বেশী,
প্রগতি তত সহজ ও সাবলীল।
কেও যখন পথ অবরোধ করে
কিংবা রাস্তা জুড়ে সভা-সমিতি
কিংবা উৎসব-অনুষ্ঠান করে
চলাচলের বিঘ্ন ঘটায়
তখন আমার খুব অস্বস্তি হয়।
পথে যখন খানা-খন্দর হয়,
সময় মত মেরামতি হয় না
তখনও আমার খুব কষ্ট হয়।
তখন বহু মানুষ গালি-গালাজ করে,
অস্বস্তি প্রকাশ করে,
আর আমাকে নীরবে তা’ সহ্য করতে হয়,
কেননা আমি পর নির্ভরশীল।
২৫.৫.২৩