ঈশ্বর তোমার মহিমা অপার
অগণন সৃষ্টি তোমার
সকলি সাকার,
নিজেকে রেখেছ তুমি
অনন্ত, অসীম, নিরাকার;
তাইতো তোমায় খোঁজে
আপন অন্তরে, তোমার সকল সৃষ্টির মাঝে,
সীমাহীন আকাশে,
নির্জন গুহা, বনে, কিংবা
মহাসমুদ্রে, অথবা
মহামানবের আশ্রয়ে থেকে;
হয়তো কিছুই পায় না খুঁজে,
কিংবা হারিয়ে যায় অতল, অন্তহীন, বিস্তৃতিতে-
শেষে রচনা করে
শিল্প, কাব্য, কবিতা, সঙ্গীত, আরো কত কি-
চলার ছন্দের নানা সম্ভার।