প্রজ্বলিত প্রদীপ ভাবে মনে
কি মোর ক্ষমতা
আমার দীপ্তিতে জগত উদ্ভাসিত
আঁধার না পারে তিষ্ঠিতে।
জ্বলিতে জ্বলিতে শলতে যখন
তেলের কাছে চলে আসে
দীপ্তি তখন ক্রমে যায় ক’মে
হাহাকার উঠে প্রাণে।
আর্তির স্বর ছড়িয়ে পড়ে
পরিবেশের চারিপাশে
সে রণন যবে ঝংকৃত হয়
শলাকা দিয়ে শলতে দেয় এগিয়ে।
নিয়ন্ত্রনী শলাকা এতো প্রয়োজন
এবার প্রদীপ বোঝে মনে-প্রাণে
তেল-শলতের সাথে, নিয়ন্ত্রণী শলাকা-
প্রয়োজন- অন্যতম।