দুই হাতি-শাবক করে খেলা
কি এমন হল, ওরা হল যুযুধান
আঘাত পেয়ে জর্জরিত
তবু বৃংহণ চলে অবিরাম।
গর্জন শুনে দলের সকলে
আসে ছুটে তড়িঘড়ি
রক্ষা করে উভয়েরে
শাসনের মায়া ধরি।
পক্ষ-বিপক্ষের যত যুক্তি
তার ধার ধারে না কেহ,
কেননা বিবাদ, কলহ, যুদ্ধে
সমাধান নাই কখনও।
মহাবিশ্বে কেবল ঈশ্বর-ই প্রভু,
আপন প্রভুত্ব প্রতিষ্ঠা বাতুলতা-
অপ-প্রতিষ্ঠা ছাড়া কিছুই জোটে না
কেবল পরস্পর ক্ষতি করা।