আমরা যতই হই না বড়
শিশু-আমি লুকিয়ে থাকে
পায়েস দেখলেই জিভে আসে জল
শিশুরা যেমন পছন্দ করে।


শিশু যেমন মা-মা ডাকে
প্রয়োজনে কিংবা ভয়ে
বড় হয়েও বিপদে-আপদে
মা ডাকটি বেরিয়ে আসে।


মায়ের আদরে শিশু আদর করে মাকে
মায়ের হাসিতে শিশু হাসে
বড় হয়ে কেন মায়ের হাসিতে হয় না লোভ
মায়ের দুঃখ বাজে না বুকে।


আজ যে শিশু সেই তো কাল বুড়ো
শিশু সুলভ স্বভাব যায় কোথায় উড়ে
বড় হয়েও যারা শিশু-স্বভাব ধরে
তারাই বড়, চির ধরে না সম্পর্কে।