"আসলে কাছে বাসলে ভালো" (গীতকবিতা)
               (স্বরবৃত্ত ছন্দে রচিত)


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
          কবি, গীতিকার ও অথর


আসলে কাছে বাসলে ভালো হৃদয় দিলে নাড়া,
হৃদয়ের সাথে গাঁথলে হৃদয় সুঁই ও সুতা ছাড়া।


এসো সখি ডুবে মরি প্রেম সাগরের জলে,
প্রেমের তরি ভাসাই দোহে মহানন্দার কোলে।
বান ডেকেছে রূপসাগরে দিচ্ছে জোয়ার তাড়া।


বইছে জোয়ার মন মোহনায় আছড়ে পড়ে কূলে,
প্রাচীর ভেঙে জুগল হৃদয় ভরে প্রেমের ফুলে।
ফুলের ঘ্রাণে প্রণয় নিশান থাকছে সদা খাড়া।


রবির হাসি ঝরছে যেন শুভ্র মেঘের কোলে
জোছনা মাখা প্রেমের প্রদীপ সারা জীবন জ্বলে।
অমর প্রেমের এ কাহিনি ফেলছে ধরায় সাড়া।


প্রফেসর বাড়ি, যোগীবাড়ি, সদর উপজেলা, দিনাজপুর,  বাংলাদেশ। তারিখ: ০২/০৮/২০২৩