"চেতনার ত্বরণ"


রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)


মানব মনন ঘর - সেতো প্রকান্ড সায়র
কুসুম কলির কানন,
মগজের জ্ঞানের বহর - এতো অসীম প্রান্তর
বিকাশমান পুষ্প উদ্যান।


গৌণ মৌণ রটনার - কালস্রোতে বিস্তীর্ণ সমাহার
চিত্তে বসত করে,
জিন্দিগি নয় অসুর-অসার - রঙ্গমঞ্চে রঙের বাহার
হর্ষ বিষাদে ভরে।


হৃদয়ের গহিন গভীরে - স্মৃতিতরঙ্গ মানস সরোবরে
সৈকত সন্ধানে সতত,
অনুভূতি স্পৃহার নৌবহরে - তটে তড়পায় দিনভরে
গন্তব্য গমনে রত।


চেতনা তরুর গিটেগিটে - সুরভি কুসুম ফোটে
ম্রিয়মাণ মানসিক বেদনা,
চৈতন্য সায়রের তটেতটে - নোনাজলে জেগে ওঠে
শীধু সুরে ব্যঁজনা।


মনার্ণব উর্বর অনুক্ষণ - হিল্লোলিত মানবিক চেতন
করে বিচার বিশ্লেষণ,
শুভ্র নিগ্রো আচরণ - নীতি নৈতিকতার ত্বরণ
মেজাজের দোষ দূষণ।


চিত্ত যা চায় - মনমাঝি সেদিকে ধায়
বিভৎস বিনিময়ের খেলায়,
বিষন্ন বিষাদ দুর্দশায় - নন্দিততোয় তরণী বায়
গহিন স্মৃতির পাঠশালায়।


প্রীতি প্রেম ভালোবাসায় - দয়া মায়ার মনোগঙায়
সতত অবগাহন করে,
সুকুমারবৃত্তির কলি ফোটায় - কাননে সুরভি ছটায়
মনোগঙায় জোছনা ঝরে।


রঙধনু রাঙানো মন - খেলে লুকোচুরি অনুক্ষণ
করে সুবীজ বপন,
মনোজমিনে অঙ্কুরে তখন - মনুষ্যত্বের বিজয় কেতন
সুরভিত সুশীল জীবন।