"দমন করা যায় না যারে"   (প্যারোডি)
          (স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায় প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর


দমন করা যায়না যারে দুর্নীতি তার কয়,
ঘুষখোরেরা ঘুষের খেলায় করছে সমাজ ক্ষয়।


ওপর তালার কর্তা মশাই আঁখি থাকতেও অন্ধ,
সেবা নিয়ে করছে হেলা মানুষ বেজায় মন্দ।
মন্দ হলেও বিয়ের হাটে বাজার চাঙ্গা রয়।


মিথ্যা বলা পাপের কার্য সর্ব লোকে জানে,
তবু দেখি মিথ্যার মাঠে নেতার কথা মানে।
নেতার কথায় ওঠে বসে অস্ত্র হাতে লয়।


লাগাম ছাড়া চলছে দেখি দ্রব্যমূল্যের ঘোড়া,
সততাতো স্বর্গে গেছে মিথ্যার নেইকো জোড়া।
মিথ্যুক এখন চালাক বনে করছে মিথ্যার জয়।


রচনাকাল: ০৪/০৭/২০২৩