"খরতাপের রোজনামচা"
           (স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল


চাঁদ সুরুজে দিচ্ছে আলো তাদের মতো করে
পড়ে না আর তাদের আলো ধরা পৃষ্ঠের 'পরে।
লম্বা লম্বা দালান কোঠায় লটকে থাকে আলো
বর্জ্য মেশা নদীর পানি গন্ধে ভরা কালো।


উন্নয়নের কুঠার চলছে কাটছে সবুজ চাদর
মেঘ হারায়ে পাচ্ছে না কেউ বৃষ্টি ছোঁয়া আদর।
ছায়া শীতল বন বনানী সবই হত্যা করে
হানছে আঘাত সভ্যতার দা সকল জীবের ঘরে।


এমন তরো চললে পরে সূর্যি মামা রেগে
উত্তাপ ছড়ায় ধরার 'পরে সারা দিবা জেগে।
তাপের চটে টলোমলো করে জীবন যতো
হিট স্ট্রোকে দুর্বলেরা মরছে শত শত।


শ্রমিক মজুর আবাল বৃদ্ধ সবাই খুঁজছে ছায়া
সৌর তেজের অগ্নিরষে রাখতে চায়না কায়া।
উচ্চতাপে নাকাল জীবন জমিন যাচ্ছে ফেটে
ক্ষেতের ফসল মাঠেই মরছে কি হবে আর কেটে।


এসব থেকে বাঁচতে হলে বৃক্ষরোপন করো
পথের ধারে বাড়ির ছাদে সবুজ গাছে ভরো।


রচনাকাল: ১৩-০৫-২০২৩।