"মানবতার কান্না"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি); কবি, গীতিকার ও অথর


যুদ্ধঝড়ে শিমুল পলাশ অনেক পড়ছে ঝরে
মরছে কেঁদে মানবতা ফিলিস্তিনের দোরে।
ডুবছে তরি সুস্থ চিন্তার মরণ কান্নার স্বরে
মানবিক বোধ বন্দি এখন পরা শক্তির ঘরে।


মেঘে পালক পাতলে পরেও সূর্য কিন্তু ওঠে
ফিলিস্তিনের ক্ষোভের বারুদ জ্বলছে সবার ঘটে।
দুর্বল ভেবে বানাও বাক্স বন্দি করার তরে
ক্ষোভের এটম ফুটতে পারে বোমার মতো জোরে।


বালুর বাঁধে নদীর স্রোতকে যায় না রাখা ধরে
উজানের জল বেরিয়ে যায় সবই ধ্বংস করে।
জনমতকে তুচ্ছ ভেবে চাপা দিলে 'পরে
আগ্নেয়গিরির গরম লাভা পড়ে স্বীয় ঘরে।


ভাবো বুঝি ধরলে টুটি ফুটে না আর কথা
ইথার যুগে কথার পুষ্প ফুটে যথাতথা।
শেয়াল কিন্তু চালাক ভাবে কাকেও ভাবে সেটা
ফান্দে পড়লে বগার মতো কান্দে সকল ব্যাটা।


ভুলের স্বর্গে গড়ছো আবাস মেকি শক্তির জোরে
জননী যে পাতছে আঁচল সব সন্তানের তরে।
মরলে পরে সকলের লাশ যায়তো মায়ের কোলে
মিলেমিশে শান্তির নিশান উড়াও ধরা তলে।


কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা।
তারিখ: ২১/১০/ ২০২৩