জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ এপ্রিল ধরিত্রী দিবস আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য "গ্রহ বনাম প্লাস্টিকস"।
তাই পরিবেশ ও প্রতিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে "পরিবেশের রোজনামচা" শীর্ষক কবিতাটি অদ্য ২২-০৪-২০২৪ এ রচনা করে সবার জন্য শেয়ার করলাম।


"পরিবেশের রোজনামচা"


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।


পরিবেশ যে সবার দাদা
                   ভাবে না কেউ ধরার 'পরে,
দাদাগিরি রাখতে বজায়
                  যুদ্ধবাজরা যুদ্ধ করে।
সবার ওপর মানুষ সত্য
                 সে কথাটি ভাবেনা কেউ,
রণদামামার বিন বাজিয়ে
                 দিচ্ছে নেভায় জীবনের ঢেউ।


উন্নয়ন আর সুখের নামে
                চলছে বিশ্বে পরিবেশ খুন,
ধ্বংস করায় ধরার সবুজ
                 ধরাবক্ষে ধরেছে ঘুন।
জীবের জীবন অক্সিজেন আর
                 পানির দাহ চলছে ঘাটে,
সবুজ ঘরের পড়ছে প্রভাব
                  মায়ের বক্ষের পাটে পাটে।


পলিথিনতো মহারাজা
                 সারা জগৎ করেছে জয়,
মা জননীর সকল তন্ত্রে
                দিচ্ছে হানা করেছে ক্ষয়।
এছাড়াও সে ধ্বংসের নায়ক
                 নব্য চেঙ্গিস হালাকু খান,
ড্রাকুলার ন্যায় রক্ত চোষে
                বিশ্ব বানায় মহাশ্মশান।


ভূ রসায়ন জলবায়ু আর
               জীবনধারা বদল করে,
ভোগের নেশায় খেলছে মানুষ
               ধ্বংসের খেলা ভূবন 'পরে।
যোগান দিতে ভোগের জিনিস
                ভুগছে মায়ে রক্তচাপে,
মা জননীর মৌলিক গঠন
               যাচ্ছে বদলে ধাপে ধাপে।


কার্বন গ্যাসতো লঙ্কার রাবণ
                ইচ্ছে মতো কর্ম করে,
পরিবেশের ভারসাম্যটা
              খাচ্ছে গিলে অখিল 'পরে।
বাড়ছে দুর্যোগ মরছে মানুষ
              জীব জানোয়ার ধুকে ধুকে,
সুখ পাখিটার সমাধির 'পর
              জ্বলছে অনল মহাসুখে।


মিসাইল মেরে পলিথিন আর
             দূষণ উৎস করলে ধ্বংস,
মিলবে মুক্তি সবুজ বাড়ির
            বৃদ্ধি পাবে সবুজ বংশ।
বিজ্ঞানের জ্ঞান লাগায় কাজে
              গবেষণা করলে পরে,
সাত রাজার ধন পরিবেশের
                 সুরক্ষা হয় সবার তরে।


কপিরাইট আইনের সকল স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্যবাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ: ২২-০৪-২০২৪