মনস্তাত্ত্বিক রুবাই


ডোবার ধারে থাকলে পরে হৃদয়  ডুবে থাকে,
দীঘির পাড়ে কুসুম ফোটে হৃদয় নদীর বাঁকে।
চললে পরে নদীর ধারে হৃদয় জোনাক জ্বলে,
সাগর পাড়ে মানবতার ছবি হৃদয় আঁকে।
তারিখ: দিনাজপুর /২০-০৬-২০২৩


আধ্যাত্মিক রুবাই


স্বর্গ নরক যাই বলিনা দুটোই তোমার কাছে,
দুয়ার খুলার চাবি খোদা দিছেন হাতের ভাঁজে।
লোভ লালসা পাপ এড়িয়ে চললে শুভ্র পথে,
পূণ্যের তৈরি চাবি ঘুরায় রবে স্বর্গ মাঝে।
তারিখ: দিনাজপুর /২১-০৬-২০২৩


(সমাজতাত্ত্বিক রুবাই)


ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খোদার সৃষ্টি,
সবার প্রতি সৃষ্টিকর্তার রইছে সমান দৃষ্টি।
তবে কেনো করো ফারাক এদের মধ্যে তোমরা,
মিলে মিশে গড়লে সমাজ ঝরবে শান্তির বৃষ্টি।
তারিখ: দিনাজপুর / ২৩-০৬-২০২৩