৫২৩. রুবাইয়াত -ই- প্রফেসর ড. মোস্তফা দুলাল


মনটা নারীর দুলছে যেনো পদ্ম পাতার পানি,
পাল্লা ভারী যেদিক প্রেমের সেদিক গড়ায় জানি।
ক্ষমতা আর টাকার গরম পাত্তাই দেয়না তারা,
ভালোবাসায় বুনোন ঘর পেলেই তারা রাণী।


প্রফেসর বাড়ি, সদর দিনাজপুর, বাংলাদেশ।
তারিখ: ০৬/০৮/২০২৩


৫২২. রুবাইয়াত -ই- প্রফেসর ড. মোস্তফা দুলাল


জাগলো সাগর নেমেছে ঢল দু'কূল ভেঙে জোয়ারের জল,
আসছে তেড়ে দুলছে যেনো জনসাগরের বিশাল বল।
দৃপ্ত পায়ে তৃপ্ত হৃদয়ে হস্ত যখন নাড়লো নেতৃ,
গগন ভেদি বিজয়ের বাঁশি বাজায় তখন ধরণী তল।


প্রফেসর বাড়ি, যোগীবাড়ি, দিনাজপুর, বাংলাদেশ।
তারিখ: ০২/০৮/২০২৩
ছবি সংগৃহীত


৫২১. রুবাইয়াত -ই- প্রফেসর ড. মোস্তফা দুলাল
                    (জীবন বোধের রুবাই)


বয়সের বোঝা চাপলে মাথায় দায়িত্ব যায় বেড়ে,
আদর যত্ন কমছে যেনো বয়স নিলো কেড়ে।
বন্ধু বান্ধব হৈ হুল্লোড়ের পায়ে পড়লো বেড়ি,
সামাল দিতে সংসার তরি শান্তি গেলো ছেড়ে।


প্রফেসর বাড়ি, যোগীবাড়ি, দিনাজপুর, বাংলাদেশ।
তারিখ: ০২/০৮/২০২৩


৫২০. রুবাইয়াত -ই- প্রফেসর ড. মোস্তফা দুলাল
                    (আধ্যাত্মিক রুবাই)


কাম ও লোভে ঠুকছে পেরেক মানবতার দোরে,
লোভ লালসার আশীবিষে পাপি বানায় তোরে।
পাপের বোঝা মাথায় নিয়ে খোদার কাছে গেলে,
রেগে খোদা করবে নিক্ষেপ অগ্নি কুন্ডের 'পরে।


যোগীবাড়ি, দিনাজপুর/ ২৯-০৭-২০২৩